নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি;১৮ এপ্রিল-২০১৯,বৃহস্পতিবার।
প্রয়াত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফতাব উদ্দিন সম্মাননা পদক ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবিরের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্য ও সমাজসেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫জন গুণিব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়।
নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল এডভোকেট বারের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট মুলতান উদ্দিন। বিশেষ অতিথির ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ, নাগরপুর যদুনাথ সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক রামেন্দ্র নারায়ন শীল ও নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সম্ভুনাথ সাহা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। শেষে একমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি