মুুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি :১৩ এপ্রিল-২০২০,সোমবার।
মরণঘাতী করোনা ভাইরাসের কারণে ক্ষুধা ও দারিদ্রতার কষাঘাতে পিষ্ট এখন সারাদেশের মানুষ। দীর্ঘদিন ধরে মানুষ ঘর বন্ধি হয়ে আছে। সেই সাথে বন্ধ হয়ে আছে দিন মজুরের চাকা, পেটে ভাত নেই, অর্ধাহারে অনাহারে কাটছে মেহনতি মানুষের জিবন। তাই সেই সব মানুষের মুখে কিঞ্চিৎ হাসি ফোটাতে এগিয়ে এসেছে বিএনপি। সোমবার (১৩এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার বরুহায় ছিলিমপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর নেতৃত্বে প্রায় শ’তাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আমি সব সময় খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও করবো, আমার এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সবাইকে নিজ নিজ ঘরে থাকার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ছিলিমপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সহসভাপতি রফিকুল ইসলাম রাজা, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মামুন রেজা মিল্টন, বিএনপি নেতা শহিদুল ইসলাম, তাঁতিদল নেতা আমজাত হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম ভূট্রো, ইউনিয়ন যুবদল সম্পাদক নাদিম মাহমুদ, তাঁতিদল সম্পাদক মতিয়ার রহমান মতি, ছাত্রনেতা আল-আমিন হোসেন সাদ্দাম, ইউনিয়ন কৃষকদল সভাপতি সম্পদ মিয়া ও ইউনিয়ন যুবদল নেতা সেকান্দার আলী প্রমুখ।