মুক্তার হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি:১৫ এপ্রিল-২০২০,বুধবার।
আমেরিকা প্রবাসী সমাজ সেবক নাসিম এম খান রুনু নিজ উদ্যোগে টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার বাসাইল পৌর এলাকা, কাশিল ইউনিয়ন, ফুলকি ইউনিয়ন সখীপুরের কচুয়া, বড়চওনা, বেলতৈল, দাড়িপাকা এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে পাঁচ শতাধিক দুস্থ্য, হতদরিদ্র, কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, সাবানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।
দানবীর সমাজসেবক প্রবাসী নাসিম এম খান রুনু জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে মহামারী দেখা দিয়েছে তার থেকে বাংলাদেশ ও রক্ষা পায়নি। এ দেশের নিরীহ অসহায় মানুষগুলো এই দূর্যোগের কারণে মানবেতর জীবন-যাপন করছেন। অনেকেই অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন। তাদের সাহায্যার্থে আমার এই ক্ষুদ্র প্রয়াস। এর আগেও বিভিন্ন সময় বাসাইল ও সখীপুর উপজেলায় বন্যাসহ নানা প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ সমাগ্রী দেওয়া হয়েছে। এভাবে ভবিষ্যতে সকল প্রতিকূল পরিস্থিতিতে প্রতিটি এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, সমাজ সেবক মোর্শেদুল হক খান, এসএম শাহ আলম প্রমুখ।