মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে ঃ ০৪ আগস্ট-২০১৯,রবিবার।
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। রোববার সকালে মির্জাপুরের কদিম দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিক্সা চালক মির্জাপুর পৌর এলাকার বাইমহাটি গ্রামের ফালু মিয়ার ছেলে শরিফুল (৪০), উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের পাখি সিকদারের ছেলে জাহাঙ্গীর (৩৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল যাচ্ছিল। বাসটি কদিম দেওহাটা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাসলিমা বেগম নিহত হয়। আহতদের উদ্ধার করে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় অপর দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় বিজয় নামে এক শিশুসহত দুই জন চিকিৎসাধীন রয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা((তদন্ত) মোশারফ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছে। তিনি জানান, বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। লাশগুলোর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালেরকাগজ/প্রতিনিধি/জা.উ.ভি