টাঙ্গাইল প্রতিনিধি ঃ১৮ ডিসেম্বর,মঙ্গলবার ।
দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে বর্নাঢ্য আয়োজনে ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজীয়দের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়েছে। মঙ্গলবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়াল এ্যাডমিরাল এম খালেদ ইকবাল, বিএসপি, এনডিসি, পিএসসি। গত ১৩ ডিসেম্বর থেকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ৬ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরুল হাউজ, ফজলুর হক হাউজ ও সোহরাওয়ার্দী হাউজের দেড় শতাধিক ক্যাডেট ৩৭ টি ইভেন্টে অংশ নেয়।এ্যাথলেটিকে নজরুল হাউজ চ্যামিম্পয়ন, সোহরাওয়ার্দী হাউজ রানার্স আপ ও ফজলুল হক হাউজ তৃতীয় স্থান লাভ করে।অভার অল প্রতিযোগিতায় ফজলুল হক হাউজ চ্যাম্পিয়ন, নজরুল হক হাউজ রানার্স আপ ও সোহরাওয়ার্দী হাউজ তৃতীয় স্থান লাভ করে।জুনিয়ার গ্রুপে ক্যাডেট সিয়াম, মধ্যম গ্রুপে ক্যাডেট জাহিদ ও সিনিয়র গ্রুপে ক্যাডেট হাসান ব্যক্তিগত ভাবে চ্যাম্পিয়ন হয়ে পুরষ্কার লাভ করে।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ক্যাডেট এসোসিয়াশেনের (মেকার) প্রেসিডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল বীর প্রতীক, প্রধান অতিথির সহধর্মীনি অনি ইকবাল, মির্জাপুর ক্যাডেট কলেজের প্রিন্সিপাল মি. বিমান রায় চৌধুরী ও কলেজের এ্যাডজুট্যান্ট মো. আবদুল মালেক উপস্থিত ছিলেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি