টাঙ্গাইল প্রতিনিধি :১৭ ফেব্রুয়ারি ,রবিবার।
টাঙ্গাইলে ইয়াবাসহ আল আমীন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
রোববার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার কাজীপুর চর পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমীন একই এলাকার জয়নালের ছেলে। তার কাছ থেকে ৪২টি ইয়াবা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি