মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ১৬ এপ্রিল-২০২২,শনিবার।
টাঙ্গাইল সদরে এক হাজার তিন পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার ভোরে উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামে। সে ঐ এলাকার মৃত মোজাম্মেল হক বিশ্বাসের ছেলে মহাবুল আলম (৩৫)। অভিযানে তার দেহ তল্লাশী করে ৩ লাখ ৯০০ টাকা মূল্যের এক হাজার তিন পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ এক হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত মাদক কারবারি ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ, বিভিন্ন থানা এলাকায় œ মাদক সেবীদের নিকট তার চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।