টাঙ্গাইল প্রতিনিধি: ০২ মে – ২০২০,শনিবার।
টাঙ্গাইলে নতুন করে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করেন। এনিয়ে এই জেলায় মোট ২৬জনের দেহে করোনারভাইরাস শনাক্ত হলো।
শনিবার (২ মে) সকাল ৮টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান ঢাকা ট্রিবিউনকে নতুন করে আরও একজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার জেলা থেকে মোট ৮১টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে শনিবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়। এব্যাপারে আক্রান্তের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি আরো বলেন, ২৬জন আক্রান্তের মধ্যে দুইজন ঢাকায় মারা যান এবং পাঁচজন সুস্থ হয়ে বাড়িতে ফেরেন।
গোপালপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আলীম আল রাজি ঢাকা ট্রিবিউনকে বলেন, আক্রান্ত ওই নারীর বয়স ১৮। তিনি কিছুদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। তার জ্বরসহ করোনার নানা উপসর্গ দেখা দিলে গত বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে শুক্রবার ঢাকায় পাঠানো হয়। পরে নমুনার ফলাফল পজেটিভ আসে।