টাঙ্গাইল প্রতিনিধি: ১৭ ফেব্রুয়ারি ,রবিবার।
টাঙ্গাইল মহাসেতা সাহা উর্বি (১৫) নামে এসএসসি পরীক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার দুপুরে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। আত্মঘাতী উর্বি টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রভাত চন্দ্র সাহার মেয়ে এবং টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
টাঙ্গাইল মডেল থানার এসআই মানিক চন্দ্র দে বলেন, ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুরতহাল শেষে পরিবারের কাছে তার লাশ হন্তান্তর করা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি