মুক্তার হাসান,টাঙ্গাইল থেকে ঃ ১৭ জানুয়ারী,বৃহস্পতিবার।
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া এলাকায় প্রান্তিক পরিবহন (ঢাকা মেট্রো-জ ১১-১০০০) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনারস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপে ৩০জন। আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্যকমপ্লেক্সে ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে হতাহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, দুপুরের দিকে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস বাংড়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্যকমপ্লেক্সে এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ২ঘন্টা চেষ্টার পর উদ্ধার অভিযান শেষ করা হয়। হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি