মুুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ০৭ এপ্রিল-২০২০,মঙ্গলবার।
করোনা ভাইরাসের কারণে থমকে গেছে বাংলাদেশর অর্থনীতির চাকা, ক্ষুধা দারিদ্রতার কষাঘাতে পিষ্ট এখন জন জীবন। ঠিক সেই মূহুর্তে মানুষের মুখে কিঞ্চিৎ হাসি ফোটাতে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের খারজানা আল ইত্তেহাদ যুব সংঘের এক ঝাঁক যুবক তাদের হাত খরচের টাকা জমিয়ে হাতে নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সেই জমানো টাকা দিয়ে ৩৩টি হতদরিদ্র পরিবারের মধ্যে করলেন ত্রান বিতরণ। খেটে-খাওয়া এ সকল দিনমজুর মানুষদের মাঝে মানবিকতার হাত বাড়িয়ে তারা এক দৃষ্টান্ত স্থাপন করলেন, খুলে দিলেন সমাজের বিত্তবানদের চোখ। মঙ্গলবার (৭এপ্রিল) সকালে খারজানা লুৎফর রহমান এর মুদি দোকানের সামনে থেকে এ ত্রানসামগ্রী দরিদ্র পরিবারের হাতে তুলে দেয়া হয়। এ সময় গণমাদ্যমকর্মী ও আল ইত্তেহাদ যুব সংঘের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।