মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ১২ এপ্রিল-২০২২,মঙ্গলবার।
টাঙ্গাইলে চলন্ত ট্রাকে ধাক্কা দিয়ে ট্রাক চালক নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের রাবনাবাইপাস এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত ট্রাক চালক রংপুরের মিঠাপুকুর উপজেলার হিজলপুর গ্রামের শাহজাহানের ছেলে মো. হুমায়ন (৩৫)। এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, মিঠাপুকুর থেকে আলু নিয়ে ট্রাকযোগে হুমায়ন ঢাকার দিকে যাচ্ছিলেন। রাবনাবাইপাস এলাকায় ফ্লাইওভারে উঠার সময় সামনে থাকা একটি ট্রাককে পিছন থেকে অপর একটি চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। এসময় ট্রাকের মধ্যে ড্রাইভার আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ বক্সের এএসআই মো. নবীন হোসেন জানান, বিষয়টি হুমায়নের পরিবারকে জানানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।