মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি :১০ জুন-২০২২,শুক্রবার।
টাঙ্গাইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ৫নং ছিলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে সতন্ত্রপ্রার্থী সুজায়েত হোসেন মোল্লার বাইসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০জুন) বিকেলে ৫শ’তাধিক বাইসাইকেল ও মটর সাইকেল দিয়ে তার কর্মী সমর্থকদের নিয়ে সমগ্র ইউনিয়নে তিনি এ শোডাউন করেন। শোডাউনটি অত্র ইউনিয়নের আনন্দ বাজার হতে শুরু হয়ে বিভিন্ন গ্রাম মহল্লার রাস্তা প্রদক্ষিণ করে সুবর্ণতলী স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন প্রার্থী সুজায়েত হোসন। এসময় তিনি ইউনিয়নবাসির সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি করে ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই ছিলিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীরা জনগণের দুয়ারে ভোটারদের দৃষ্টি আর্কষন করতে বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।