মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :১১ আগস্ট-২০২২,বৃহস্পতিবার।
টাঙ্গাইলের ঘাটাইলে যুবককে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের বাবা-মা। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে নিহতের বাবা মা এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি জ্বলভরা চোখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করে নিহতের মা নুরজ্জাহান। তিনি বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে ২০২১ সালের ১৭ আগস্ট রাতে বাড়ি ফেরার পথে বেলাল হোসেনের নেতৃত্বে কয়েকজন আমার স্বামী ও ছেলে নাজমুল হোসেনের উপর রড ও লাঠি দিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে নাজমুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত নাজমুলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরবর্তীতে ১৯ আগস্ট সন্ধ্যায় আমার ছেলের মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাটাইল থানায় ৯ জনকে আসামী ও অজ্ঞাতনামা আরো কয়েজ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় গ্রেপ্তার হওয়ায় ২ জন আসামী জামিনে এসে আমাদেরকে হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় থানা পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।