মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ১৭ এপ্রিল-২০২২,রবিবার।
টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল (১৭এপ্রিল) ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য তুলে ধরেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শরফুদ্দিন, জেলা তথ্য অফিসার তাহমিনা জান্নাত, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ আশরাফুজ্জান স্মৃতি, সদর উপজেলা চেয়ারম্যান আনছার আলী বি.কম টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উন্নয়ন কমিটির সভায় উপস্থিত ছিলেন। যেহেতু টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে ঘোষনা করা হয়েছে। সেক্ষেত্রে ভাল কোন সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা সেমিনার করার পর্যাপ্ত জায়গা না থাকায় ভাসানী হল ও শিল্পকলাকে প্রাধান্য দিয়ে সভায় গুরুত্বপূর্ন আলোচনা করা হয়। এসময় জেলাপ্রশাসক ড. মোঃ আতাউল গণি পরিত্যাক্ত ভাসানী হল ও জেলা শিল্পকলা একাডেমিকে আধুনিকায়ন করার লক্ষে ভিডিও কলের মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কে এম খালিদ এর কাছে একটি প্রস্তাব পেশ করেন। মন্ত্রী তাতে সম্মতি জ্ঞাপন করে খুব তারাতারিই টাঙ্গাইল আশার ঘোষনা দেন। এবং জায়গা পরিদর্শন করেই কোন প্রকার জামেলা না থাকলে খুব শিগ্রই কাজ ধরা হবে বলে আস্বস্ত করেন। শেষে ঐতিহাসিক মুজিব নগর নিয়ে আলোচনা সভা ও একটি চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার তাহমিনা জান্নাত।