টাঙ্গাইল প্রতিনিধি :০৯ এপ্রিল-২০১৯,মঙ্গলবার।
ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা কমিউনিটি কিনিকে তাদের জন্যে পদ সৃষ্টি ও নিয়োগ, চাকরী ক্ষেত্রে পদোন্নতিসহ দশম গ্রেডে নিয়োগ, স্বতন্ত্র ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও ইন্টারর্নি ভাতাসহ বিভিন্ন দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসকাবে শিক্ষার্থীরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এ সময় তারা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৬ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী পদযাত্রার কর্মসুচিও ঘোষনা করে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সম্মিলিত ডিপ্লোমা মেডিকেল শাখার সভাপতি মেহেদি হাসান জানান, তাদের এই দাবি নিয়ে আলোচনা জন্যে ইতিপুর্বে একাধিকবার বিভিন্নভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাত করা চেষ্টা করা হয়েছে। কিন্ত তা সফল হয়নি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রীর সাখে এ ব্যপারে স্বাক্ষাত করতে চায় ডিপ্লোমা মেডিকেলের শিক্ষার্থীরা।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ডিপ্লোমা চিকিৎসক পেশা অন্তভুক্ত করেন। এরপর থেকেই প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে দক্ষতা ও মেধার সাথে মানুষের মাঝে সেবা প্রদান করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় ডিপ্লোমা চিকিৎসকদের নৈতিক অধিকারগুলো পুরনে আজও পর্যন্ত কোন সরকারই পদক্ষেপ গ্রহন করেনি।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সম্মিলিত ডিপ্লোমা মেডিকেল শাখার সাধারন সম্পাদক শুভ কুমার বিশ্বাসসহ শতাধিক শিক্ষার্থী।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ/ভি