মুক্তার হাসান টাঙ্গাইল থেকে ঃ২২ জানুয়ারী,মঙ্গলবার ।
মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের বাতেন বাহিনীর প্রধান, টাঙ্গাইল-৬ আসনের টানা দুই বারের সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন কে তার নিজ এলাকার কোণড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কাণড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানাজায় জেলা উপজেলার রাজনীতিবিদ স্থানিয় কর্মী সমর্থক ও সাধারন মানুষ অংশ নেয়। সে সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে সোমবার ভোরে জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ছিলেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি