টাঙ্গাইল প্রতিনিধি : ০৩জুন-২০২০,বুধবার।
টাঙ্গাইলে নতুন করে আরো ১o জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৯১ জনে। আর এতে মোট ৫ জন মারা যায়। নতুন আক্রান্তের মধ্যে পুলিশ ট্রেনিং সেন্টারের ১ জন পুলিশ সদস্য রয়েছেন।
আক্রান্তদের মধ্যে কালিহাতী উপজেলায় ২ জন, মির্জাপুরে ২ জন, ঘাটাইল ১ জন, ভূঞাপুর ১ জন এবং সদর উপজেলায় ৪ জন রয়েছেন।
এনিয়ে বুধবার পর্যন্ত জেলায় মোট ১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে টাঙ্গাইলের বিভিন্ন থানায় কর্মরত ৬ জন ও পুলিশ ট্রেনিং সেন্টারের ২ জন এবং জেলার বাইরে কর্মরত ৩ জন রয়েছেন।
বুধবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ৩o মে ৭৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে বুধবার সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন নতুন ৫ জন আক্রান্ত হয়। অপরদিকে সদর এবং ভূঞাপুর উপজেলায় ২ জনের সংশোধনী ফলাফল প্রজেটিভ আসে। এছাড়া অন্য জেলা থেকে নমুনা দিয়ে আসায় ৩ জনের ফলাফল প্রজেটিভ আসে৷ এদের মধ্যে ১ জন ঢাকায় মারা যায়। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে ৫২ জন।