মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ০৭ মে-২০২০,বৃহস্পতিবার।
টাঙ্গাইলে পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও এক পরিচ্ছন্নতাকর্মীসহ ১২ জন করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহেদুজ্জামন বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে ধনবাড়িতে ৩ জন, গোপালপুরে ২ জন, ভূয়াপুরে ১ জন,কালিহাতীতে ২ জন, দেলদুয়ারে ২ জন এবং মির্জাপুরে ২ জন।
সিভিল সার্জন জানান, টাঙ্গাইল থেকে গত মঙ্গলবার-বুধবার যেসব নমুনা পাঠানো হয়েছিল তারমধ্যে ১২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, এর মধ্যে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ধনবাড়ি উপজেলার ৩ জন স্বাস্থ্যসহকারী (কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডার) ও মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্নতা কর্মী রয়েছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।