টাঙ্গাইল প্রতিনিধি: ০৩ ফেব্রুয়ারি ,রবিবার ।
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন।
রবিবার সকালে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা এবং দুপুরে মির্জাপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মির্জাপুরের বেলতুলী এলাকার হাসান আলী খানের স্ত্রী বাচাতন (৭০) ও তার মেয়ে জাহানারা (৫২), মির্জাপুর উপজেলার রাজনগর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে হযরত আলী (৭৫) এবং আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের সুলতান উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (১৪)।
মির্জাপুর:
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেরার রাজনগর গ্রামে ও বাঁশতৈল ইউনিয়নের হোছেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার রাজনগর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে হযরত আলী (৭৫) এবং আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের সুলতান উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (১৪)।
জানা যায়, রবিবার দুপুরের দিকে হযরত আলী কুতুব বাজার থেকে মির্জাপুর-বালিয়া অঞ্চলিক সড়ক দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ভাড়ায়-চালিত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, বাঁশতৈল বাজার থেকে হৃদয় মিয়া গোড়াই-সখিপুর অঞ্চলিক সড়ক দিয়ে বাইসাইকেলযোগে হাটুভাঙ্গা বাজারে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজি-চালিত অটোরিকশা বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।
বাঁশতৈল ফাঁড়ি ও মির্জাপুর থানা পুলিশ ঘাতক মোটরসাইকেল ও সিএনজি-চালিত অটোরিকশা আটক করলেও চালকদের গ্রেফতার করতে পারেনি।
বাসাইলে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত
টাঙ্গাইলের বাসাইলে বালু ভর্তি একটি ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ দুঘটনা ঘটে।
নিহতরা হলেন, মির্জাপুরের বেলতুলী এলাকার হাসান আলী খানের স্ত্রী বাচাতন (৭০) ও তার মেয়ে জাহানারা (৫২)।
এ ব্যাপারে গোড়ায় হাইওয়ে থানার এসআই তারেকুজ্জামান বলেন, মহাসড়কের বাঐখোলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মা ও মেয়ে। এ সময় ঢাকাগামী বালু ভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে জাহানারা নিহত হন এবং আহত হন নিহতের মা বাচাতন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় বাচাতনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি