টাঙ্গাইল প্রতিনিধি : মার্চ ২০১৯,রবিাবর।
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন , পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহামদ।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনতা কর্মসূচিতে অংশ নেন।
এর আগে শহীদ স্মৃতি পৌরউদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলার প্রতিটি উপজেলাগুলোতেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
এছাড়া এ দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।
এর পর কেক কাটা হয় এবং ছোট শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়