মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:০৮ সেপ্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজের তিনতলা সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) সকালে বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজে এ ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুষ্ঠানে বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজের সভাপতি হাজী চাঁন মাহমুদ পাকিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি কম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি জাকির হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, সহ প্রচার সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, সদস্য খন্দকার আব্দুল মাতিন, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল হাসান লাভলু, বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব, কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন।
১০.