Logo
ব্রেকিং :
গোয়ালন্দে কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগ সিংগাইরে ২৬০ পস ইয়াবাসহ গ্রেফতার-৫ মানিকগঞ্জ-২ আসনে আ:লীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি টুলু কাজ করেই জনগণের পাশে থাকতে চান নগরকান্দায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সহ ভাসুর আটক নেত্রকোনায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ধোধন সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মীনি অধ্যক্ষ কামরুন্নেছা আশরাফ দীনা আর নেই চৌহালীতে যমুনা নদীর বামতীরে শির্ষক প্রকল্প উদ্বোধন  নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের এক বছর পূর্ন সৈয়দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত  নগরকান্দায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের দাবী হত্যা
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৪

রিপোর্টার / ৩৭ বার
আপডেট রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

টাঙ্গাইল প্রতিনিধি :৩০ এপ্রিল ২০২৩
টাঙ্গাই‌লের ধনবা‌ড়ী‌তে বা‌সের সা‌থে অটোভ্যানের ধাক্কায় স্কুলছাত্রীসহ চার জন নিহত ও ৩ জন আহত হয়েছে। র‌বিবার (৩০ এ‌প্রিল) দুপুর পৌ‌নে একটার দি‌কে টাঙ্গাইল-জামালপুর সড়‌কের উপ‌জেলার ধোপাখালী ইউনিয়নের বা‌ঘিল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘ‌টে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুদ্ধরা ঢাকা-জয়দেবপুর- টাঙ্গাইল-জামালপুর মহাড়কে গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যপী সড়ক অবরোধ করে রাখে।

এঘটনায় দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে অন্ততপক্ষে আরও তিনজন। গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন বাঘিল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী রশ্মি ও বিথী, গোপালপুরে হাদিরা এলাকার মোস্তফা, নরিল্যা এলকার হাকিম। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায় নি। এঘটনা ঘটনার সাথে সাথেই বিক্ষুদ্ধরা ঢাকা-জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাড়কে গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যপী সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন,ধনবাড়ী থানার এইচ এম জসিম উদ্দিন, মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমীন বিপিএম, ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিক্ষুদ্ধরা সড়ক অবরোধ তুলে নেন। যান চলাচল স্বাভাবিক হয়।

ধনবা‌ড়ী থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী জেএস প‌রিবহ‌নের একটি যাত্রীবাহী বাস দুপুর পৌঁণে একটার দিকে উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেবার পথে আরও দুইজন মারা যান।

এ ঘটনায় অন্তপক্ষে আরও তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে থানার পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা সহ আহতদের উদ্ধার ক‌রে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে। এখনও হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com