মুক্তার হাসান,টাঙ্গাইল থেকে ঃ ০৬ ফেব্রুয়ারী,বুধবার।
টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জায়গা জোরপূর্বক দখল নেয়ার প্রতিবাদে বুধবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। আজ বুধবার সকালে টাঙ্গাইল প্রেসকাবের সামনে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, সুইড টাঙ্গাইল শাখার ভূমি অবমুক্ত করার দাবিতে এ কর্মসূচি গ্রহন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভূমিদস্যু মতিয়ার রহমানের কড়ালগ্রাস থেকে বিদ্যালয়ের জায়গা অবমুক্ত করার দাবিতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিকিা নিলুফা আক্তার, বিদ্যালয় কমিটির সদস্য মো. মহিদুর রহমান, সুইট বাংলাদেশ টাঙ্গাইলের নির্বাহী সচিব খন্দকার আনিছুর রহমান, অভিভাবক সদস্য সৈয়দ আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, যতণ পর্যন্ত আমাদের বিদ্যালয়ের জায়গা অবমুক্ত না হবে আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি পালন করে যাবো। আমরা সরকারের কাছে এই ভূমিদস্যুদের বিচার চাই।
এ সময় টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সব শিার্থী, অভিভাবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন। পরে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন তারা।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি