Logo
ব্রেকিং :
ঘিওর ও শিবালয়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের এসআই সহ ৬ জন আহত । হেরোইন সহ ২ জন গ্রেফতার ফরিদপুরের নগরকান্দায় নির্মানকালে ভেঙ্গে পড়লো ব্রীজ আদমদীঘিতে দুই মাদক সেবির তিন মাসের কারাদণ্ড বগুড়া আদমদীঘিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু নেত্রকোনায় ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা নেত্রকোনায় জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২জন গ্রেফতার দৌলতপুরে স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতনের ঘটনায় পিআইওসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

টাঙ্গাইলে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের মানববন্ধন

রিপোর্টার / ৩৩ বার
আপডেট বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

মুক্তার হাসান,টাঙ্গাইল থেকে ঃ ০১ আগস্ট-২০১৯,বৃহস্পতিবার।
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চাড়াবাড়ী বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চাড়াবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই চাড়াবাড়ী বাজারের সব দোকান বন্ধ রেখে মিজানের উপর হামলাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ করতে থাকে ব্যবসায়ী সমিতি ও স্থানীয় এলাকাবাসী। পরে বেলা ১১টার দিকে ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাভলু মিঞা লাবু। উপস্থিত ছিলেন, দাইন্যা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ মহির উদ্দীন, চাড়াবাড়ী বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি মোঃচান মিঞা, সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ এলাকায় গন্যমান্য ব্যক্তিসহ চারাবাড়ী বাজার কমিটির নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে মিজানের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় চাড়াবাড়ী থেকে মিছিল নিয়ে টাঙ্গাইল গিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। প্রয়োজনে টাঙ্গাইল শহর অচল করে দেওয়া হবে।।হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন, মিছিল, মানববন্ধন চলতে থাকবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল চাড়াবাড়ী বাজার থেকে শুরু হয়ে পোড়াবাড়ী বাজার পর্যন্ত যেয়ে আবার চারাবাড়ী বাজারে এসে শেষ হয়।
উল্লেখ্য, বুধবার চাড়াবাড়ী বাজারের রড, সিমেন্টের দোকান “মায়ের দোয়া এন্টারপ্রাইজ” এর মালিক মিজানুর রহমান তার পাওনা টাকা আদায়ের উদ্যেশ্যে ছিলিমপুর ইউনিয়নের বরুহা বাজারে যায়।বিকালে চাড়াবাড়ী বাজারে ফেরার পথে বেলতা গ্রামে পোড়াবাড়ী ইউপি সাবেক মেম্বার মতিয়ার রহমান পলুর বাড়ীর সামনে পলু মেম্বারের ছেলে আল-আমিন এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী তাকে হোন্ডা সহ আটকিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে এবং হাতুডি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে তার কাছে থাকা ২ লক্ষ ১২ হাজার টাকা সহ ইয়ামাহা আরএক্স মটর সাইকেলটি ছিনিয়ে নেয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।বর্তমানে তিনি ঢাকা মেডিকেল চিকিৎসাধিন আছেন। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com