মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ১১ জানুয়ারী-২০২০,শনিবার।
টাঙ্গাইলে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙ্গের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালাতের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. মোঃ সদর উদ্দিন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রফিকুল ইসলাম ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (ডিজিস কন্ট্রোল) ডা. আজিজুল হক প্রমুখ।
উল্লেখ্য, এবছর টাঙ্গাইল জেলায় ০৬ থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ৫শত শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৬২ হাজার শিশুকে লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ জেলায় ভিটামিন এ ক্যা¤েপইন বাস্তবায়ন করার লক্ষ্যে জেলায় সর্বমোট ৩ হাজার ১৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি