মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে ঃ১৬ জানুয়ারী,বুধবার ।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি গ্রামে বড় ভাই ও তাদের লোকজনদের হাতে টেটা বিদ্ধ হয়ে ছোট ভাই বাদল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন টেটা বিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বুধবার সকালে দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাদল টেরিয়াঘোনা গ্রামের মনির উদ্দিন ওরফে মইনা মিয়ার ছেলে। আহতরা হলেন, উপজেলার টেরিয়াঘোনা গ্রামের মনির উদ্দিনের ছেলে সুরুজ আলী ওরফে সূর্য (৪০), তারা মিয়ার ছেলে মনির (২৩) ও শহিদুল (৩৫), দেলদুয়ার সদর উপজেলার জিন্নত আলীর ছেলে নজরুল(৪০)।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, তারা মিয়া ও আয়নাল হকের মধ্যে জমিতে সেচ দেয়া সেলোমেশিন নিয়ে সম্প্রতি ঝগড়া হয়। এ নিয়ে বুধবার সকালে শালিসি বৈঠকের আয়োজন করা হয়। শালিসি বৈঠক চলাকালে হঠাৎ করে তারা মিয়া ও আনু মিয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে অপর দুই ভাইও ঝগড়া শুরু করে। পরে ৪ ভাই ও তাদের পরিবারের লোকজন টেটা যুদ্ধে জড়িয়ে পড়ে। এতে টেটা বিদ্ধ হয়ে ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাদল মিয়া নামের এক ভাই নিহত হন। অন্য ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি