মুুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ২০ মে-২০২০,বুধবার।
কোরনা প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পরেছে শ্রমিকগুলো, রোজগারের অভাবে খাদ্য সংকটে থাকা সেই সকল দরিদ্র শ্রমিক পরিবারের পাশে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক একেএম মনিরুল হক মনির। সামাজিক দূরত্ব বজায় রেখে
জেলা শ্রমিকদলের উদ্যোগে আজ বুধবার শহরের নতুন বাস স্ট্যান্ড সঙ্গলগ্ন মাইক্রো স্ট্যান্ডে কর্মহীন শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় যুবদল কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সার্বিক তত্বাবধানে প্রত্যেক পরিবারের জন্য চাল, আলু, ডাল ও সয়াবিন তেল বিতরন করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করেন কর্মহীন শ্রমিক পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার রাসেদুল আলম রাসেদ, যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান টিটন, আবদুল্লাহ্ হেল কাফী শাহেদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোঃ শাফী ইথেন, সাবেক সেচ্ছাসেবক দলের নেতা শাহীন তালুকদার, শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সিনিয় সহ সভাপতি মজনু মন্ডল, সাধারন সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক আক্কাস তালুকদার, পৌর শ্রমিক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, মাইক্রো কার শ্রমিক ইউনিয়নের সভাপতি সানোয়ার হোসেন,সাধারন সম্পাদক লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।