মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ০৪ আগস্ট-২০২২,বৃহস্পতিবার।
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরেআলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যা ও অসংখ্য নেতাকর্মীকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে টাংগাইল সদর থানা যুবদবল। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে যুবদল নেতৃবৃন্দ। এসময় সদর থানা যুবদলের আহবাযক কবিরুজ্জামান কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব ইকবাল তালুকদারের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, যুগ্ম আহবায়ক শাতিল, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্মহবায়ক জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাশেদখান সোহাগ ও যুগ্ম সম্পাদক মীর সজিব প্রমুখ। এছাড়া সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, আর যদি দেশের কোথাও আমার ভাইদের উপর গুলি অথবা নির্যাতন করা হয়, তাহলে টাঙ্গাইলের বাইপাস দাড়িয়ে সড়ক যোগাযোগ বন্ধ করে সারাদেশকে অচল করে দেওয়া হবে।