মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:২৮ আগস্ট-২০২২,রবিবার।
টাঙ্গাইলে সাড়ে ২২ কেজি গাঁজা’সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। রবিবার (২৮ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল তাদের আটক করে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে টাঙ্গাইল সদর থানার খুদিরামপুর গ্রামে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দক্ষিন পাশের্^ অভিযান পরিচালনা করে মিরপুর-১ এর তুরাগসিটি গ্রামের আঃ সালাম এর ছেলে মোঃ রাফি হাওলাদার (২৩), গোদারাঘাটের সেলিম মিয়ার ছেলে মোঃ সজিব(১৮), উভয় থানা-শাহ্আলী, ডিএমপি, ঢাকা’কে সাড়ে ২২ কেজি গাঁজা, ২টি মোবাইল এবং নগদ ৫০০/- টাকা সহ হাতেনাতে আটক করা হয়। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের‘কে জিজ্ঞাসাবাদে তারা জানায়, মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল সদর থানা এলাকাসহ বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রি করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।