মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি :২৭ জুন-২০২২,সোমবার।
হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাসে ৫ম শ্রেনীর শিশু শিক্ষার্থী শিহাব মিয়াকে শ্বাস রোধ করে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি দিয়েছেন সৃষ্টি শিক্ষা পরিবারের শিক্ষার্থীরা। ২৭ জুন সোমবার সকালে শহরের সৃষ্টি একাডেমিক ভবনের সামনে থেকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি দিয়েছেন তারা। এসময় শিশু শিহাবকে হত্যার দ্রæত বিচার ও আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন শিক্ষার্থীরা। গত সোমবার (২০ জুন) বিশ্বাস বেতকা সুপারি বাগান এলাকার স্কুলের ছাত্রাবাস থেকে শিহাবের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দায়িত্বরত শিক্ষকরা। পরে শিহাবের পরিবারকে জানানো হয়েছে শিহাব এক্সিডেন্ট করেছে। আবার ফোন করে জানানো হয় শিহাব মাথা ঘুরে পড়ে গেছে। পরে ময়না তদন্ত করে শিহাবকে কবর দেয়া হয়। এদিকে রোববার (২৬ জুন) জেলা সিভিল সার্জনের ময়না তদন্তে রিপোর্ট হাতে পায়। রিপোর্টে শিহাব মিয়াকে হত্যা করে মেরে ফেলা হয়েছে বলে জানাযায়। সংবাদটি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই শহরে আলোচনার ঝড় উঠেছে। প্রতিষ্ঠানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান সকল শ্রেনী পেশার মানুষ।
২.