টাঙ্গাইল প্রতিনিধি :১৯এপ্রিল ২০১৯,শুক্রবার।
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় ইজিবাইকের এক যাত্রী নাইম মিয়া (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুই জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মুরাইদ গ্রামের স’মিল পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাইম মিয়া কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বরুহা গ্রামের কালাম মিয়ার ছেলে। সে মহিষমারা এলাকা থেকে বৈশাখী মেলায় শামুক ঝিনুকের মালা বিক্রি করে বাড়ি ফিরছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাগরদিঘী-গারোবাজার সড়কের মুরাইদ গ্রামের স’মিল পাড় নামক স্থানে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের এক যাত্রী মারা যায়। এ দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আহত হয় দুইজন।
আহতরা হলেন, ইজিবাইক চালক ঘাটাইল উপজেলার রসুলপুর গড়জনাপাড়া গ্রামের শামসুল হক(৪৫) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার পূর্বকান্দা গ্রামের রোকন মিয়া(৪৫)
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি