টাঙ্গাইর প্রতিনিধি:১৮ জানুযারী,শুক্রবার ।
টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বড়চওনা বিন্না খাইরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তার লিটন হোসেনকে (২৫) একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। পরে তাকে আজ শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি আমীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আজ শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি