মুক্তার হাসান, টাঙ্গাইল থেকেঃ১২ ফেব্রুয়ারী,মঙ্গলবার।
টাঙ্গাইল প্রেসকাবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আন্তঃ উপজেলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) এর সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। এসময় টাঙ্গাইল প্রেসকাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ইফতেখারুল অনুপম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসকাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা।
৮দি ব্যাপী এই টুর্নামেন্টে টাঙ্গাইল প্রেসকাবসহ ৯টি উপজেলা প্রেসকাব অংশগ্রহন করেছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় ঘাটাইল প্রেসকাব বনাম দেলদুয়ার প্রেসকাব।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি