কালের কাগজ ডেস্ক :০৪ জানুয়ারী,শুক্রবার ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। শুক্রবার বিকেল ৫টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি আফসার উদ্দিন,বাদরুল ইসলাম বাবলু,দপ্তর সম্পাদক এহতাশেম খান ভুনু,,সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজ্বী মাজেদ খান,হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু,সাধারন সম্পাদক দেওয়ান আব্দুর রউফ,সিংগাইর উপজেলা যুবলীগের সভাপতি মো: তমিজ উদ্দিন,সাধারন সম্পাদক রমিজ উদ্দিন,হরিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক মিলন হোসেনসহ সকল জানপ্রতিনিধি মানিকগঞ্জ ও টুঙ্গিপাড়ার স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, আগামীতে আমি আমার নির্বাচনী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাব। পাশপাশি বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চেষ্টা করব।
অপরদিকে চট্টগ্রাম-১৬ (বাশখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান নির্বাচনী এলাকার নেতৃবৃন্দদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি