Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত, দেড় লাখ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার

রিপোর্টার / ২২ বার
আপডেট সোমবার, ২ মার্চ, ২০২০

মুহাম্মাদ জুবাইর, টেকনাফ :০২ মার্চ-২০২০,সোমবার।

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সাথে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত মাদক কারবারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং ৩জন বিজিবি জওয়ান আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল হতে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ২মার্চ (সোমবার) রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপির বিশেষ একটি টহল দল মাদকের চালান আসার সংবাদ পেয়ে জাদিমুরা খাল সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মাদকের চালান নিয়ে নৌকাযোগে কয়েকজন ব্যক্তি কিনারায় উঠে পালিয়ে যাওয়ার সময় বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে মাদক কারবারীরা বিজিবি জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এসময় বিজিবির ৩জন জওয়ান আহত হয়। তখন বিজিবি জওয়ানেরা সরকারী সম্পদ ও নিজের প্রাণ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করার কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে দেড়লাখ ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র ও ২রাউন্ড তাঁজা কার্তুজসহ গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত বিজিবি জওয়ানদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ অজ্ঞাত মাদক কারবারীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি), এই মাদক বিরোধী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারী কাজে বাঁধা প্রদান এবং মাদক পাচারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com