Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

টেকনাফে স্বামীর হাতে স্ত্রী খুন

রিপোর্টার / ২২ বার
আপডেট সোমবার, ১৬ মার্চ, ২০২০

মুহাম্মদ জুবাইর, টেকনাফ:১৬ মার্চ-২০২০,সোমবার।

কক্সবাজার টেকনাফে পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। নিহত নারী হচ্ছেন মো. সাদেকের স্ত্রী কুলসুমা বেগম (২৪)। তাদের রয়েছে ফুটফুটে এক বছর বয়সী এক শিশু। টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া গ্রামে ১৬ মার্চ (সোমবার) বিকাল ৫ টারদিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে উপর্যপূরী ছুরিকাঘাতে
কুলসুমাকে হত্যা করে তাঁর স্বামী পালিয়ে যান। নিহতের স্বামী সাদেক মাদকাসক্ত ছিলেন বলেও প্রতিবেশীরা জানান।
প্রতিবেশীরা জানান, প্রায় সময় স্বামী-স্ত্রীর সাথে ঝগড়া হত। প্রতিদিনের ন্যায় আজও সাদেক বাড়ীতে আসলে স্ত্রীর সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্ত্রীকে উপর্যপূরী ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় কুলসুমাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমনা রশিদ তাকে মৃত ঘোষনা করেন। তার বুকে পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আবু হারেছ স্বামীর হাতে স্ত্রী খুনের সত্যতা নিশ্চিত করেছেন।
টেকনাফ মডেল থানার এএসআই অরুন কুমার জানান, স্বামীর হাতে স্ত্রী নিহতের ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের ছুরত হাল তৈরী করে কক্সবাজার মর্গে প্রেরন করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com