Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক অভিযানে হেরোইন সহ ১ জন গ্রেফতার দৌলতপুরে চকমিরপুর প্রিমিয়ার লীগ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন নাগরপুর গণহত্যা দিবস উদযাপন নেত্রকোনায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং নেত্রকোনায় গনহত্যা দিবস পালিত চৌহালীতে হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের ইফতার  সামগ্রিক পেয়ে ভাঙ্গন কবলিত মানুষ খুব খুশি  নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খন্দকার আছাব মাহমুদ নেত্রকোনা মডেল থানা পুলিশের সহায়তায় ময়ের কোল ফিরে পেল জমজ শিশু নিম্নমানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের মনিটরিং লিফলেট বিতরণ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

ট্রলারডুবিতে রোহিঙ্গা নিহতের ঘটনায় দালাল সন্দেহে আটক ৪

রিপোর্টার / ২২ বার
আপডেট মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

মুহাম্মদ জুবাইর, টেকনাফ প্রতিনিধি;১১ ফেরুয়ারী-২০২০,মঙ্গলবার।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় সন্দেহজনক ৪ দালালকে আটক করেছে পুলিশ।
ট্রলারডুবির ঘটনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে সর্বশেষ ১৫ মৃতদেহ এবং জীবিত ৭২জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ২ জন বাংলাদেশীও রয়েছে বলে জানা যায়।
সুত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারী সন্ধ্যারদিকে বাহারছড়া উপকূল হয়ে ছেড়ে আসা ২টি ট্রলার অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের অদূরে ভোররাতে ডুবোচরে আটকে দূঘর্টনার কবলে পড়ে। ট্রলারে থাকা জনৈক আব্দু সাহায্য চেয়ে ৯৯৯নম্বরে কল করে। সংবাদ পেয়ে মঙ্গলবার কোস্টগার্ড সাগরে উদ্ধার অভিযানে যায়। এসময় ১টি ট্রলার নিখোঁজ হলেও অপর ১টি ট্রলার এবং সাগর হতে ভাসমান ১২জন নারী, ৩জন শিশুর মৃতদেহ এবং ৪৬জন নারী, ২২জন পুরুষ ও ৪জন ছেলে শিশুসহ ৭২জনকে জীবিত উদ্ধার করে সেন্টমার্টিন জেটিতে এনে প্রাথমিক চিকিৎসা ও শুকনো খাবার দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত ট্রলারে কক্সবাজারের কুতুপালং, বালুখালী, শামলাপুর, জাদিমোরা, নয়াপাড়া ও লেদাসহ বিভিন্ন ক্যাম্পের এক’শ ৩৮ যাত্রী ছিলো বলে জানায় উদ্ধারকৃতরা।
এঘটনায় দালাল সন্দেহে কুতুপালং ক্যাম্প সি-৩ এর বাসিন্দা আব্দুস সালামের ছেলে আজিজ (৩০), বালুখালী বি-৩এর বাসিন্দা কবির হোসেনের ছেলে ওসমান (১৭), নোয়াখালী পাড়ার হাসান আলীর ছেলে ছৈয়দ আলম (২৭) এবং একই এলাকার ফয়েজ আহমদের ছেলে উলা মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কূমার দাশ জানান, আটক দালাল ও ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যান্য দালালদের আটক করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com