সজীব হাসান, আদমদিঘী( বগুড়া) প্রতিনিধিঃ২৬ জুলাই-২০২২,মঙ্গলবার।
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা(৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার আনুমানিক ভোর চারটার দিকে জয়পুরহাট ও পাঁচবিবি স্টেশন এর মাঝামাঝি স্থানে ৫ নম্বর পুরানা পুইল ইউপি ওয়ার্ড নম্বর এক গ্রাম তাজপুর সারপুকুর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। এ বিষয়ে সন্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি সাকিউল আযম জানান ঢাকা থেকে পঞ্চগড় গ্রামে দুটো জন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মৃত্যুবরণ করেন। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটনের জন্য সিআইডি ক্রাইম সিন রাজশাহীকে সংবাদ প্রেরণ করা হইয়াছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।