মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি :৩০ মে-২০২২,সোমবার।
বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহŸায়ক আহমেদ আযম খান বলেছেন, ‘স্বৈরশাসক এরশাদের পতনের জন্য ৯ বছর লেগেছিলো। এ সরকার তার চেয়েও অনেক বেশি কর্তৃত্ববাদি অনেক বেশি স্বৈরশাসক। আমরা এই সরকারের বিরুদ্ধে প্রায় ১৪ বছর ধরে আন্দোলন করছি। বেশি সময় লাগার কারণ হচ্ছে এ সরকার সমস্ত প্রশাসনকে কৌশলে পকেটে পুড়েছে। আজকে বিচার ও শাসন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী সরকারের অনুকূলে। চূরান্ত আন্দোলনের হুইসেল বেজে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ।
সোমবার (৩০ মে) দুপুরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকীতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও রান্না করা খিচুড়ি বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটো, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, অমল ব্যানার্জী ও সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এছাড়া যুবদল, ছাত্রদল, মহিলাদল, মুক্তিযোদ্ধাদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, কৃষকদল জাসাস, শ্রকিদলসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহমেদ আযম খান আরো বলেন, ‘যে কথা বলি সে কথাও মিডিয়ায় আসতে পারে না। আপনারাও ভয় পান। ডিজিটাল নিরাপত্তা আইনসহ ১২টি আইন করে মিডিয়ার গলা টিপে ধরে রাখা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের সরকারের রাজত্ব বেড়ে গেছে। তাদের নেতৃত্বে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। এ সরকারের চিত্রই হচ্ছে লুটপাট এবং প্রতিহিংসার রাজনীতি করা। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি দেশকে ভালোবাসার রাজনীতি করে। এ দেশের মানুষের জন্য রাজনীতি করে।’ পদ্মা সেতুর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পদ্মা সেতুকে কেন্দ্র করে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। সরকার বলে এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার কোটি টাকা। কিন্তু সেতু নির্মাণে বাজেট ছিলো ১০ হাজার কোটি টাকা। কিন্তু মূল বাজেট কেউ জানে না। ৩০ হাজার, ৪০ হাজার নাকি এক লাখ কোটি টাকা। সেই চিত্র ভয়াবহ, সেই চিত্র লুটপাটের।’
এর আগে সকালে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা। অনষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্যা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।