জাবি প্রতিনিধি: ২৭ জুলাই, ২০১৯
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উখিংনু রাখাইন নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় জুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার বেলা চারটার দিকে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান তিনি।
উখিংনু বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তন ও প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী ছিলেন।
শিক্ষার্থীর বাবা মংবা অং মংবা জানান, জাবি থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় উখেংনু। জ্বর বাড়লে তাকে বাড়িতে আনা হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নেওয়ার পরামর্শ দেন। চমেকে নেওয়ার পথে লোহাগাড়ার আমিরাবাদ নামক স্থানে গেলে তার মৃত্যু হয়। তাকে কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে সৎকার করা হবে।
আরো পড়ুন: বৈঠকে মিয়ানমার, নাগরিকত্ব ছাড়া ফিরতে নারাজ রোহিঙ্গারা
উখেংনু রাখাইনের বন্ধু শিক্ষার্থী রিফাত খানের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৭ জুলাই অসুস্থ অবস্থায় উখেংনুকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই আমরা। সেখানে টেস্ট করালে ডেঙ্গু ধরা পড়ে।
এদিকে শিক্ষার্থীর মৃত্যুর পর ক্যাম্পাস জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অলিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মশা নিয়ন্ত্রণের জন্য একাধিকবার জানানো হলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। মশার উৎপাত বৃদ্ধির কারণে ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কসৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থীই দ্রুত ক্যাম্পাস ত্যাগের বিষয়ে চিন্তা করছে।
বিশ্ববিদ্যালয় মেডিকেল কার্যালয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনে প্রায় ২৫ জন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।