Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২জন গ্রেফতার দৌলতপুরে স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতনের ঘটনায় পিআইওসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায়  ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা নিহত টাঙ্গাইলে জাতীয়তাবাদী “জিয়া প্রজন্মদল” এর কমিটি গঠণ নেত্রকোনায় জেলা রাজস্ব সম্মেলন নেত্রকোনায় প্রশাসনের চারজন কর্মচারীর বিদায়ী সংবর্ধনা চৌহালীতে  নানা আয়োজনে মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী  পালন  নেত্রকোনায় মেধাবী শিক্ষার্থীদের ট্যাবলেট বিতরন     নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

ডেঙ্গু টেস্টিংয়ের ১ লাখ কিটস আসবে রাতে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার / ২৬ বার
আপডেট বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

কালের কাগজ ডেস্ক: ০১ আগস্ট ২০১৯,বৃহস্পতিবার।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন ডেঙ্গু টেস্টিংয়ের জন্য সরকার কয়েক লাখ কিটস বিদেশ থেকে আনবে। আজ বৃহ্স্পতিবার রাতের মধ্যে ১ লাখ কিটস আসবে। আগামীকাল শুক্রবার বাকিগুলো চলে আসবে।

মালয়েশিয়া থেকে দেশে ফিরে বৃহস্পতিবার সকালে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়িতে যাবে, এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করেছি।

সব সরকারি হাসপাতাল ডেঙ্গুর চিকিৎসা দিচ্ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত কোনো সরকারি হাসপাতালে গিয়ে কোনো রোগী ডেঙ্গুর চিকিৎসা পাননি, এমন অভিযোগ আসেনি। কিন্তু বার্ন ইনস্টিটিউট, ডাইজেস্টিভ ইনস্টিটিটিউটের মতো কিছু হাসপাতাল আছে, যেগুলো উদ্বোধন করা হলেও চিকিৎসাসেবা এখনও শুরু হয়নি।

মন্ত্রী বলেন, ডেঙ্গুর রোগের প্রাদুর্ভাব বাড়লে ওইসব হাসপাতালে রোগী রাখার ব্যবস্থা করা হবে। এসব হাসপাতালে শয্যার ব্যবস্থা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সরকারি সংস্থাগুলো কাজ করছে। আশা করছি, খুব অল্প দিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে চলে আসবে।

প্রসঙ্গত, দেশে ডেঙ্গু মহামারি রূপ নেয়ার মধ্যে মালয়েশিয়ায় ব্যক্তিগত সফরে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী। সংসদীয় কমিটির সভায় তার এই সফর নিয়ে উষ্মা প্রকাশ করেন সদস্যরা। সমালোচনার মুখে বুধবার মধ্যরাতে সফর সংক্ষেপ করে দেশে ফিরেন জাহিদ মালেক।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com