Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড নেত্রকোনা-৩ আসনে সতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন দাখিল নাগরপুরে মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম   টিটু রাজবাড়ী – ১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য  প্রার্থী কাজী কেরামত আলীর  মনোনয়ন পত্র জমা  নেত্রকোনা-২ আসনে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের মনোনয়ন দাখিল নেত্রকোনা-২ আসনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল টাঙ্গাইলের পোড়াবাড়ীতে বাদী মামলা প্রত্যাহার না করায় হাতুড়ী ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা দৌলতপুরে মানিকগঞ্জ-১ আসনের আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

ঢাকাগামী বাসে ৪৪ কেজি গাঁজা যুবক আটক

রিপোর্টার / ৬৮ বার
আপডেট সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

নেএকোণা প্রতিনিধি মোঃখান সোহেল:২৫ এপ্রিল-২০২২,সোমবার।

ঢাকা গামী শাহজালাল পরিবহনের একটি বাস থেকে ৪৪ কেজি গাঁজাসহ কোরবান আলী (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জেলা সদরের পারলা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। পুলিশের অভিযান টের পেয়ে তার সঙ্গে থাকা আর চার সহযোগী পালিয়ে যায় জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন কোরবান আলী। তিনি গাজীপুর জেলার জয়দেবপুরের বুরুলিয়া এলাকার মৃত নবাব মিয়ার ছেলে। পলাতক অন্যান্য সহযোগীরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাধন (২৮), গাজীপুরের মাওনা এলাকার আসাদুল (২৩), একই এলাকার তমিজ (২৬) ও ময়মনসিংহের ত্রিশাল এলাকার আবদুল্লাহ (২৫)। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পাঁচজন সুনামগঞ্জ থেকে গাঁজার চালান নিয়ে বাসে করে ঢাকা যাচ্ছে। এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। শাহজালাল পরিবহনের একটি বাসে তল্লাশি করে দুই কেজি করে ২২টি প্যাকেটে ৪৪ কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর চার সহযোগী কৌশলে পালিয়ে যায়। কোরবান আলী পেশাদার মাদক কারবারি। এর আগেও তিনি নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে বুধবার আদালতে পাঠানো হবে। অন্যান্য আসামিদের ধরতে চেষ্টা করছে পুলিশ।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com