কালের কাগজ ডেস্ক:২৭ জানুয়ারী,রবিবার।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।
রোববার দুপুরে আতিকুল ইসলামের পক্ষে তার সমন্বয়ক এ কে এম মিজানুর রহমান ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব আবুল কাশেমের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন। এর আগে শনিবার ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান বিজিএমইএর সাবেক এই সভাপতি।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক মারা গেলে ওই পদটি শূন্য হয়।
আনিসুল হক মারা যাওয়ার পর গত বছরের ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়।
ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে এবং কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করায় আদালত নির্বাচন স্থগিত করেন।
সম্প্রতি হাইকোর্ট রিট খারিজ করে দেয়ায় নির্বাচন নিয়ে আইনগত বাধা দূর হয়। এরপর ইসি নতুন তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর সিটির মেয়র ও কাউন্সিলর এবং দক্ষিণ সিটির কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পদে দাখিলের শেষ তারিখ ৩০ জানুয়ারি।
মনোনয়নপত্র বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি হবে নির্বাচন।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি