মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে ঃ ০৩ র্ফেরুয়ারী ,রবিবার ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালু ভর্তি ড্রাম ট্রাক চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম বলেন, বেলা সোয়া ১১টার দিকে অজ্ঞাত দুই নারী বাঐখোলা এলাকায় হেঁটে সড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী বালু ভর্তি একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়। এঘটনায় অপর এক নারী গুরুত্বর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি বলেও তিনি জানান।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি