মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:২৯ অক্টোবর-২০২২,শনিবার।
দ্বিতীয় বারের মতো ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর বিভাগীয় পর্যায়ের প্রকাশিত তালিকা অনুযায়ী উপজেলা চেয়ারম্যান ক্যাটাগরিতে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে তিনি এ কৃতিত্ব অর্জন করলেন।তিনি ২০০৯ সালে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হোন। তার জনকল্যান মূলক কাজের জন্য সাধারন জনগনের মধ্যে তার জনপ্রিয়তার জন্য তিনি ২০১৯ সালে দ্বিতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হোন। বাসাইল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের উল্লেখযোগ্য উন্নয়নে ভবন নির্মাণ করা হয়েছে ২০টি, নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ, ল্যাপটপ ও কম্পিউটার বিতরণ, ইটের ও টিনের ঘর নির্মাণ,খেলার মাঠে মাটি ভরাট, বিদ্যালয়ের রাস্তা নির্মাণ, বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও ফুলের চারা বিতরণ, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ, শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ সরববাহ,বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মিড-ডে মিল বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, মাস্ক, খাতা-কলম, পেন্সিল বিতরণ, শিক্ষার্থীদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের এবং শিক্ষকদের আর্থিক সহযোগিতা প্রদান,দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্পকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ব্যবস্থা করণ ও পুরস্কার বিতরণ,বিদ্যালয়ে শিশুদের বিনোদন ও খেলাধুলার সামগ্রী বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখেন বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। ২০১৩ সালে প্রথমবার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এ বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় বারের মতো ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। কাজী অলিদ ইসলাম বলেন আরো বলেন, তৃণমূল পর্যায়ে মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলে সমাজের সকল অন্যায়,অবক্ষয়, অব্যবস্থাপনা দূর হয়ে যাবে।প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত্তি।এই ভিত্তি মজবুত না করতে পারলে ঐ শিক্ষার্থী মাঝ পথে ঝরে পড়বে।সেই শিক্ষার্থী নিজের লক্ষ্যে পৌছাতে পারবেনা।তাই মান সম্মত শিক্ষা নিশ্চিত করে বাসাইল উপজেলাকে আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি।