জ:বি প্রতিনিধি:২৮ জানুয়্নঅ-২০২০,মঙ্গলবার।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে নিয়মিত নির্বাচনী গণসংযোগ চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
উত্তরে যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু । তাঁর নেতৃত্বে যুবলীগের বিভিন্ন ওয়ার্ডেরে নেতাকর্মি নিরলসভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আতিকুল ইসলামের সমর্থনে প্রতিদিনই এ্যাডভোকেট মোতাহার হোসেন সাজুর নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া প্রার্থনা করা হচ্ছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ডেল্টা টাইমসকে জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে ইতিমধ্যে ৬৫টি সাংগঠনিক ওয়ার্ডে প্রচারণা চালনা হয়েছে। ‘আমি নিজে এবং সদস্য সচিব আসাদুল হক আসাদ’ ছাড়াও যুবলীগের প্রত্যেকটি ওয়ার্ড কমিটির সভাপতি ও সেক্রেটারীসহ ৬টি প্রোগ্রাম করেছি। এছাড়া মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে নিয়ে ৫টি প্রোগ্রাম করেছি।
এছাড়া ৩৮টি নির্বাচনী ওয়ার্ডে নৌকার প্রার্থীর পক্ষে যুবলীগ ব্যাপক প্রচারণা চালিয়েছে। নির্বাচন সামনে রেখে আর যে কয়দিন সময় পাওয়া যাবে সে কয়টা দিন ব্যাপক প্রচারণা চালানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।