Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

তথ্য অধিকার আইন জানা প্রতিটি নাগরিকের উচিত- প্রধান তথ্য কমিশনার

রিপোর্টার / ২৩ বার
আপডেট মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

মোঃ আবু বক্কার সিদ্দীক ,মনিরামপুর (যশোর) প্রতিনিধি:২৫ ফেব্রুয়ারী-২০২০,মঙ্গলবার।
যশোরের মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী (২৫ ফেব্রায়ারী- ০১ মার্চ) তথ্য অধিকার ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর আয়োজনে মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের সি. টি.কে আদর্শ নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্য অধিকার আইন জানা প্রতিটি নাগরিকের উচিত। কিন্তু তথ্য অধিকার আইন প্রনয়ণের পরও এ পর্যন্ত মাত্র ৭ দশমিক ৭ ভাগ মানুষ এ আইন সম্পর্কে ধারণা রাখেন। আশার কথা হলো সরকারি প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রদানকারী কর্মকার্তা নিয়োগের সংখ্যা সন্তোষজনক। সরকারি প্রতিষ্ঠানগুলোতে এ পর্যন্ত ৩৫ হাজার ৩’শ ৪ জন তথ্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। কিন্তু আড়াই হাজার এনজিও’র মধ্যে মাত্র ২’শ ২১টিতে ৬ হাজার ৯’শ ৫জন তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, তথ্যের চাহিদাকারী ও তথ্য প্রদনকারী উভয়পক্ষের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সু-শাসন প্রতিষ্ঠার জন্য এমআরডিআই কাজ করে যাচ্ছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তথ্য কমিশনার ড. গোলাম রহমান, নেপাল চন্দ্র সরকার, মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম, মিনিষ্টার প্রেস বাংলাদেশ হাই কমিশনার নিউ দিল্লি মোঃ ফরিদ হোসেন, এডভাইজার প্লানিং এন্ড ডেভলপমেন্টের শাহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এমআরডিআই’র ফিল্ড ইন্টারভেশন কো-অর্ডিনেটর এসএম আরিফুজ্জামান। পাঁচ দিনব্যাপী এ তথ্য অধিকার ক্যাম্পে ৩০জন নারী-পুরুষ তথ্য অধিকার সর্ম্পকে ধারনার প্রশিক্ষন গ্রহন করবেন।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com