কালের কাগজ ডেস্ক:১১ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার।
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হতে চান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি মনোনয়ন পেতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
বুধবার বিকালে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান এ মনোনয়ন ফরম তুলবেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, একাদশ সংসদে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি সংসদ সদস্যপদ থেকে অব্যাহতি নেন। শূন্য এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে বেশ কয়েকজন দৌড়ঝাঁপ করছেন।