কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি :১৯ ফেরুয়ারী-২০২০,বুধবার।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে হিজল করচের চারা রোপন করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা ও শ্রীপুর (দ:) ইউনিয়ন পরিষদ তাহিরপুর এর সহযোগিতায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে তাহিরপুরের হাওর পাড়ে ১ লক্ষ হিজল করচের চারা রোপন কার্যক্রমের অংশ হিসেবে ১০০০ (এক হাজার) হিজল-করচ গাছের চারা রোপন করেন। কিছুদিন পূর্বে ২০০০ (দুই হাজার) হিজল-করচের গাছ রোপন হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক টিটু পুরকায়স্থ ও স্থানীয় জনগণ ।